নড়াইলের নড়াগাতিতে ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমান আদালতে ৬০ বছর বৃদ্ধের কারাদন্ড

0
268

মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার (২৬শে জুন) নড়াইলের নডাগাতি থানার পানিপাড়া গ্রামে ইভটিজিং এর অপরাধে মোঃ আইয়ুব আলী খন্দকার (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নডাগাতি থানা পুলিশ। পেশায় সে একজন ভ্যান চালক। আটককৃত ব্যক্তি নড়াগাতি থানাধীন পানিপাড়া গ্রামের কালা মিয়া খন্দকারের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, পানিপাডা গ্রামের বাবুল শেখের মেয়ে সুমাইয়া আক্তার, বডদিয়া বাজারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদযালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। ইভটিজিং এর শিকার সুমাইয়া বলেন, তার (সুমাইয়া’র) বাড়ি থেকে স্কুলে যাওয়া আসার সময় অভিযুক্ত ব্যক্তি তার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকত।
এখন করোনাভাইরাস এর কারনে স্কুল বন্ধ থাকায় আয়ুব কাকুর ভ্যানে পাশের পুটিমারি বাজারে যাওয়া পথে আমাকে কুপ্রস্তাব দেয় ও আমার বুকে হাত দেয়। এতে আমি বাধা দিই এবং বাড়িতে এসে আমার মাকে বলি। এ বিষয়ে নড়াগাতি থানায় অভিযোগ করলে, অভিযুক্ত আইয়ুব আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিবুল আলম। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় তাকে তিন (৩) মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here