স্টাফ রিপোর্টার : পিবিআই যশোর জেলা ভিকটিম এহসানুল হক @ ইমু হত্যা মামলাটি ইং ২৩-০৬-২০২০ তারিখ স্ব-উদ্দ্যোগে তদন্তভার গ্রহণের পর হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের জন্য তদন্ত অব্যহত রাখেন। তদন্তের ধারাবাহিকতায় ডিআইজি পিবিআই জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্ববধান ও দিক নিদের্শনায়, পিবিআই যশোর জেলার ইউনিট ইনচার্জ জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম এর নেতৃত্ত্বে এসআই (নিঃ) ¯েœহাশিস দাশসহ যশোর জেলার আভিযানিক দল কর্তৃক ঘটনায় জড়িত অন্যতম পলাতক আসামী মোঃ শাহিন সরদার (২০), পিতা- মোঃ হাসেম সরদার, সাং-আমবাগান পুরাতন কসবা, থানা-কোতয়ালী, জেলা- যশোর স্থায়ী সাং-চরনাসিরপুর, থানা-সদরপুর, জেলা-ফরিদপুরকে ইং ২৫/০৬/২০২০ খ্রিঃ রাত্র অনুমান ২০.২০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন পুরাতন কসবা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মোঃ শাহিন সরদার (২০) কে জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সহিত জড়িত মর্মে স্বীকার করে ও তার স্বীকারোক্তি মোতাবেক দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি বড় হাসুয়া-দা যশোর কোতয়ালী মডেল থানাধীন বিবি রোডের শিশু একাডেমীর বাউন্ডারী ওয়ালের মধ্য হতে উদ্ধার করা হয়।
হত্যাকান্ড সংক্রান্তে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা নং-৫৪, তারিখ-২২/০৬/২০২০ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। আসামীকে অদ্য ২৬/০৬/২০২০ খ্রিঃ তারিখ জনাব মাহাদী হাসান, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আমলী আদালত-৪ আদালতে সোপর্দ করা হলে আসামী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। মামলাটি তদন্তাধীন।