ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানায়।তারিখ : ২৭-০৬-২০২০
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের তেতুলতলা বাজারে অভিযান চালায়। সেসময় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রুহুল কুদ্দুস নামে একজনকে গ্রেফতার করা হয়। সে সাতীরা কলারোয়ার চান্দুরিয়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। তার কাছ থেকে ৩ টি মোবাইল সেট, ৭টি সীম কার্ড এবং ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধেের ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে র্যাব জানিয়েছেন।