রমজাননগর ইউনিয়নে করোনা পরিস্থিতিতে অসহায়দের মাঝে খাদ্য সহায়তায়-ড্রীম লাইটার

0
583
সুন্দরবন উপকুলীয় প্রতিনিধিঃ উপকুলীয় শ্যামনগরের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সমাজ ও নারী উন্নয়ন মূলক বিভিন্ন কাজ করা সংগঠন ড্রীম লাইটার উপজেলার রমজাননগর ইউনিয়নে করোনা ভাইরাস ও  ঘূর্ণিঝড় আম্পানে অধিক ক্ষতিগ্রস্ত অসহায় বিভিন্ন পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার (২৫জুন) সকালে রমজাননগর ইউনিয়নের অসহায় পরিবারদের মাঝে উক্ত সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রীম লাইটারের নির্বাহী পরিচালক ভূধর চন্দ্র পাইক, ড্রীম লাইটার চাইল্ড হ্যাভেল প্রকল্পের স্কুল শিক্ষিকা সম্পা মন্ডল, ড্রীম লাইটারের প্রকল্প সমন্বয়ক ভূষণ পাইক,  ড্রীম লাইটারের  প্রতিনিধি পথিক মন্ডল, জয়দেব  মন্ডল, বিপ্লব পাইক এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ  সহ উপকার ভোগী সদস্য বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here