রূপদিয়া চাউলিয়া গ্রামে করোনা ভাইরাসে খালেক নামে এক বেক্তির মৃত্য, স্বাস্থ্য বিধির কনো বালাই নেই।। 

0
304
যশোর জেলা প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চাউলিয়া গ্রামের মৃত্য মেছের আলী গাজীর সন্তান খালেক (৩৫) করোনা উপসর্গ নিয়ে ২৪/০৬/২০ তারিখে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সকাল আনুমানিক ১১টার সময় তার মৃত্য হয় হাসপাতাল কৃতপক্ষক তার নমুনা সংগ্রহ করে ছাড়পত্র দেন, তার মৃতদেহ চাউলিয়া গ্রামে নিজ বাড়িতে এনে স্বাস্হ্যবিধি না মেনে বেশ কয়েকজন তার গোছল করিয়ে দাফন করেন, ২৬/০৬/২০ তারিখে সকাল ১১টার সময় যশোর সিভিল সার্জেন্ট অপিস থেকে তথ্যদিয়ে বলেন তার শরিলে কোভিট-১৯ পাওয়া গেছে, এই বিষয়ে তাৎক্ষনিক ফোনে যশোর উপজেলা নির্বাহি অপির্সার কে জানানো হলে তিনি যশোর স্বাস্হ্য বিভাগকে জানানোরর জন্ন্য বলেন, কিন্তুু তখনো স্বাস্হ্য বিধি না মেনে মৃত্য বেক্তির বাড়ির লোকজন বিভিন্য যাইগাতে ঘুরাঘুরি করছেন বলে এলাকাবাসি অভিযোগ করেন এলাকাবাসি আরো বলেন দুইদিন পুর্বে খালেক মারা গেছে কিন্তুু স্থানিয় প্রশাসন কনো প্রকার পদক্ষেপ বা লকডাউন করে নাই কি করোনে সেটাই এখন প্রশ্নো এলাকাবাসির এর মধ্য ২৭/০৬/২০ তারিখ সকাল ১০ টার সময় যশোর সিভিল সার্জেন্ট অপিস থেকে খালেকের করোনা পজেটিব সার্টিফিকেট পাওয়া যাই এর পরেও মৃত্য বেক্তির বাড়িতে এখনো কনো স্বাস্হ্যবিধির কনো বালাই নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here