স্টাফ রিপোর্টার : যশোরে প্রায় অর্ধশত নমুনা পজেটিভ শনাক্তের দিন জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচশ’ ছাড়ালো। শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া রিপোর্টে এই জেলার ৪৮টি নমুনা পজেটিভ এসেছে। ১২৮টি নমুনা পরীা করে এই ফলাফল পাওয়া যায়। এছাড়া এদিন সাতীরার নয়টি নমুনাও পজেটিভ ফল দিয়েছে যবিপ্রবি জেনোম সেন্টারে। দেিণর এই জেলার ৫৮ জনের নমুনা পরীা করা হয়েছিল শুক্রবার। আগের দিন পর্যন্ত যশোর জেলায় সরকারি হিসেবে আক্রান্ত বলে শনাক্ত ব্যক্তির সংখ্যা ছিল ৪৬৬। আজ পাওয়া ফলের মধ্যে কতটি ফলোআপ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারাবাহিকতা অনুযায়ী বলা যেতে পারে, আক্রান্তের সিংহভাগই নতুন রোগী। যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শুক্রবার তাদের ল্যাবে যশোর ও সাতীরা- এই দুই জেলার মোট ১৮৬টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে ৫৭টি পজেটিভ ও ১২৯টি নেগেটিভ ফল দেয়। পরীা সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট জেলা দুটির সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪৮টি নমুনার পজেটিভ রেজাল্ট এসেছে। এর মধ্যে ফলোআপ আছে কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নতুন শনাক্ত হওয়া রোগীদের ঠিকানা নিশ্চিত হয়ে তা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এরপর সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউনসহ অন্যান্য কাজ করবে স্থানীয় কর্তৃপ। গেল সপ্তাহজুড়ে দণি-পশ্চিমাঞ্চলের তিনটি ল্যাব- যশোর, খুলনা ও কুষ্টিয়ায় ব্যাপক সংখ্যক করোনা রোগী শনাক্ত হচ্ছেন। শুক্রবার খুলনা মেডিকেল কলেজ ল্যাবে ১১৪টি নমুনা পজেটিভ রেজাল্ট দেয়। বৃহস্পতি ও বুধবার ওই ল্যাবে যথাক্রমে ৯০ ও রেকর্ড ১৭২ নমুনা পজেটিভ ছিল। অন্যদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গত এক সপ্তায় যশোর জেলার৬৬১টি নমুনা পরীা করে ২০১টিকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়। এর মধ্যে ২৬ জুন ৮২টি নমুনা পরীা করে ৩১টি, ২৫ জুন ১০৪টির মধ্যে ৩১টি, ২৪ জুন ১৪১টির মধ্যে রেকর্ড ৪৯টি, ২৩ জুন ১০৯টির মধ্যে ২৮টি, ২২ জুন ৮২টির মধ্যে ১৮টি, ২১ জুন ৪৯টির মধ্যে নয়টি এবং ২০ জুন ৯৪টির মধ্যে ৩৫টি নমুনা পজেটিভ রেজাল্ট দেয়। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে যশোরে গতকাল শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। সুস্থ হয়ে উঠেছেন ১৫৭ জন। এর বাইরে ঢাকায় মৃত্যুবরণকারী অন্তত তিন করোনা রোগীকে যশোর এনে দাফন করা হয়েছে। যশোর ছাড়াও যবিপ্রবি ল্যাবে ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতীরা, খুলনা, বাগেরহাটের নমুনা পরীা করে প্রায় প্রতিদিনই কিছু না কিছু নমুনা পজেটিভ বলে রিপোর্ট দেওয়া হচ্ছে। সবশেষ পরিসংখ্যানে দেখা যায়, যবিপ্রবি জেনোম সেন্টারে এখন পর্যন্ত দণি-পশ্চিমের আট জেলার সাত হাজার নয়টি নমুনা পরীা করে মোট ৯৩২টিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। এই ল্যাবে এখনো পর্যন্ত পজেটিভ শনাক্তের হার প্রায় ১৩ দশমিক ২৯ শতাংশ। সারা দেশের ৬০টির বেশি ল্যাবে পরীতি নমুনাগুলোর মধ্যে প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ শতাংশ মতো পজেটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন পর্যালোচনা করে দেখা যায়।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















