মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা করম আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
পারিবারিক সূত্রে প্রকাশ, উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পাকরাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা করম আলী বার্ধক্যজনিত কারণে শনিবার দুপুরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃতকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার বিকালে গার্ড অব অনার প্রদান শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল, মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার প্রমুখ।