মোংলা পোর্ট পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা

0
367

মোংলা প্রতিনিধি : ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করেছে মোংলা পোর্ট পৌরসভা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার সভাকক্ষে ১০২ কোটি ৫লক্ষ ৭৪ হাজার ৫০৬ টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। এ বছরের বাজেটে সাধারণ সংস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্য ও সহায়তাসহ ৯ টি খাতে ব্যয়ের হিসেব উল্লেখ করেন মেয়র। এসময় ট্যাক্সেস, উন্নয়ন খাত ব্যতিত সরকারী অনুদানসহ ৯টি খাতে আয় ধরা হয়েছে বলে জানান তিনি। বাজেট অনুষ্ঠানে পৌরসভার সচিব অমল কৃষ্ণ সাহা, প্যানেল মেয়র কাউন্সিলর আলাউদ্দিন, মোঃ রাজ্জাক, ইমান হোসেন, ইউনুচ আলী ও খোরশেদ আলমসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় পৌর এলাকায় বসবাসকরী কয়েকজন গন্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here