যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে আজ ৬৮টি নমুনা পজেটিভ রেজাল্ট দিয়েছে। মোট ২১৭টি নমুনা পরীা করে এই ফলাফল পাওয়া যায়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের জেনোম সেন্টারে যশোরের ২০টি নমুনা পরীা করে আটটিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া মাগুরার ৮৪টি নমুনা পরীা করে ২২টিতে, বাগেরহাটের ৬৪টির মধ্যে ২৩টি এবং সাতীরার ৪৯টির মধ্যে ১৫টি নমুনা পজেটিভ ফল দেয়। পরীা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে। সিভিল সার্জনদের অফিস থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঠিকানা খুঁজে বের করে বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম করবে স্থানীয় প্রশাসন।














