কৃতি ফুটবলার লুৎফর রহমানের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের শোক

0
256

স্টাফ রিপোর্টার: স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছাড়াও মুজিব নগরে গঠিত বাংলাদেশ ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক লুৎফার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক যশোরের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম লুৎফর রহমান ছিলেন যশোর তথা দেশের ক্রীড়া জগতের এক উজ্জল নক্ষত্র। তিনি শুধু একন কৃতি খেলেঅয়াড়ই ছিলেন না। তিনি ছিলেন একজন যোগ্য সংগঠক। দেশের ক্রান্তিকালে তিনি ঘরে বসে থাকেননি। তিনি দেশ মাতৃকার টানে বিদেশে পাড়ি জমিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত গঠন করেছেন। খেলাধুলার মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করেছেন। তার মৃত্যুতে দেশ একজন সত্যিকারের দেশপ্রেমিক কৃতি খেলোয়াড়কে হারালো। তকার শুন্যতা কোনদিন পূরণ হবার নয়। তিনি মহরুম লুৎফর রহমানের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here