উদয় শংকর সিংহ,কেশবপুর : কেশবপুরে সোমবার ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা হলেন
মধুসড়কে বসবাসকারী একজন স্বাস্থ্যকর্মীর স্বামী,ছেলে ওমেয়েসহ একই পরিবারের তিনজন, বায়সা গ্রামের এক যুবক,একজন এনজিও কর্মীসহ পাঁচ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্তহয়েছে বলে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডাক্তার আলমগীর হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেছে। এ নিয়ে কেশবপুরে ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত১৩ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত সকলকেই আইসোলশনে রেখেচিকিৎসা দেওয়া হচ্ছে।