চুকনগরে রেনু ব্যবসায়ী রুহুল আমীনের ইন্তেকাল

0
364
চুকনগর প্রতিনিধি। সদা হাস্যোজ্বল চুকনগর শহরের রেনু ব্যবসায়ী রুহুল আমীন সরদার(৫০) ইন্তেকাল করেছেন। রবিবার বিকালে তিনি  হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত আবুল কাসেম সরদারের পুত্র।
রুহুল আমীনের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জুন তিনি হৃদ রোগে আক্রান্ত হয়। দ্রুত তাকে খুলনা সার্জিক্যাল ক্লিনিক এ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মূত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার সকালে নরনিয়া দাখিল মাদ্রাসা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here