ফুলতলার প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে কোভিড- ১৯ মোকাবেলায় উপকরণ বিতরণ

0
312

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে কোভিড- ১৯ মোকাবেলায় গতকাল সোমবার বেলা ২ টায় প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয়ে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ২৫ জন খামারীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার রায়, ফুলতলা প্রেস কাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুমাইয়া ইসলামসহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখিত প্রকল্পের আওতায় ২৫ জন খামারীর মাঝে ১ কেজি ভিটামিক্স সুপার ডিবি, ৪ টি কৃমির ঔষধ, একটি হেলথ কার্ড ও একটি প্রশিক্ষণ ম্যানুয়াল বিতরণ করা হয়। খামারীরা উপকরণসমূহ পেয়ে খুশি বলে তারা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here