ভোমরা কাস্টম অফিসের সামনে মাতালদের উৎপাতে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে

0
365

সেলিম রেজা মুকুল, সাতক্ষীরা ব্যুরো : ভোমরা কাস্টম অফিসের সামনে কয়েকজন যুবক প্রতিদিন মাদক সেবন করে ভারত বাংলাদেশগামী পাসপোর্টধারী যাত্রীদের হয়রাণি করছে বলে এলাকাবাসীর অভিযোগে জানা যায়।
সাতক্ষীরা ভোমরা কাস্টম অফিসের সামনে প্রতিদিন সকালে ভোমরা গ্রামের মৃতঃ শাকা গাজীর ছেলে মিজান, সালেকের ছেলে কামরুল, গাংনিয়া গ্রামের রইচ উদ্দীনের টুটুল, ভোমরা গ্রামের বাদশার ছেলে রবিউল মাদক সেবন করে কাস্টম অফিসের সামনে মাতলামু করে যাচ্ছে। ভারত-বাংলাদেশে যাতায়াতকারী যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি করে। মহিলা দেখলেই বিভিন্ন অঙ্গিভঙ্গি করে অশ্লীল ভাষা ব্যবহার করে। এই সমস্ত মাতালদের ভয়তে এলাকাবাসী কোন কিছু করতে সাহস পায় না। প্রতিদিন সাধারণ মানুষ ও যাত্রীরা হয়রাণির শিকার হলেও কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে ভোমরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা আনারুল ইসলাম এর কাছে জানতে চাইলে সে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এদের মাতলামুর অত্যাচারে এলাকার সাধারণ মানুষ ও যাত্রীরা নাজে হাল হচ্ছে। এলাকাবী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here