মাগুরায় নতুন করে ব্যাংকার ও পুলিশ সদস্যসহ ১১ জনের শরীরে করোনা শনাক্ত

0
349

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ গতকাল সোমবার নতুন করে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৭ জন। শুধু চলতি জুন মাসেই আক্রান্ত হয়েছে ১০৬ জন। জেলায় করোনায় মারা গেছেন ৩ জন। সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য ও শিা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, সোমবার পাওয়া রিপোর্টে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মাগুরা সোনালী ব্যাংক প্রধান শাখার এক কর্মকর্তা, এক পুলিশ সদস্যসহ শহরের ভায়না, কলেজপাড়া, মীরপাড়া, আদর্শপাড়া, শিবরামপুর, কাশিনাথপুর, হাজিপুরসহ সদরের ৯ জন। বাকি ২ জনের বাড়ি শালিখা উপজেলার সান্দালক্ষ্মীপুর গ্রামে। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২৭ জন। যার মধ্যে চলতি জুন মাসে আক্রান্তের সংখ্যা ১০৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here