সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত

0
332

সাতীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা নিরসের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের ইটাগাছা-কামালনগর এলাকার শত শত মানুষ জলাবদ্ধতার উপর দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসুচি পালন করেন।
সাতীরা পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে ও নাগরিক নেতা আলীনূর খান বাবুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক নেতা অধ্য আব্দুল হামিদ, নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিম, আবুল কালাম আজাদ, এডভোকেট আজাদ হোসেন বেলাল, মাধাব চন্দ্র দত্ত, অধ্য আশেক ই এলাহী, নারী নেত্রী লায়লা পারভীন সেঁজুতি, আনোয়ার জাহিদ তপন, শেখ ওবায়দুস সুলতান বাবলু প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন সাতীরা পৌরবাসি। পৌরসভার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবং সরকারি খাল ও পানি নিষ্কাশনের পথ দখল করে অপরিকল্পিত মাছের ঘের করার কারণে সামান্য বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল, নদী ভরাটের কারণে সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতার কবলে নাকাল হয়ে পড়েছেন এলাকাবাসী। বক্তারা জলাবদ্ধতায় নাগরিকদের দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, গত কয়েকদিনের বর্ষণে সাতীরা পৌরসভার ইটাগাছা, কামালনগর, বদ্দিপুর, পুরাতন সাতীরা, ঘুড্ডির ডাঙ্গি, রসুলপুর, মেহেদিবাগ, বকচরা, সরদারপাড়া, পলাশপোলসহ জেলার বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। এ ছাড়া অনেক কাঁচা ঘর ধসে পড়ার উপক্রম হয়েছে। শতাধিক মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। বক্তারা এ সময় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের আশু হস্তপে কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here