কেশবপুরে বিনা মূল্যে বীজ চারা ও আর্থিক অনুদান প্রদান

0
326

স্টাফ রিপোর্টার : কেশবপুরে সরকারের আর্থিক প্রণোদনার অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ প্রণোদনা দেয়া হয়ে।
এ উপলক্ষে ৩০ জুন (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা। শেষে প্রধান অতিথি উপজেলার মধ্যকুল ব্লকের কৃষাণি শাহানারা ও আবুবকর সিদ্দিকের হাতে প্রণোদনার বীজ, চারা তুলে দিয়ে এর উদ্বোধন করেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা বলেন, বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সরকারের আর্থিক প্রণোদনার অংশ হিসেবে উপজেলার ২৮৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, চারা ও আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেক কৃষককে বিকাশের মাধ্যমে ১৯৩৫ টাকা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here