মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের জন্য মোট ২৬ কোটি ১১ লাখ ৬৮ হাজার ৩শ’ ৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে মেয়র আব্দুর রশিদ খাঁন এ বাজেট ঘোষণা করেন। বাজেট অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, প্যালেন মেয়র রুহুল আমিন মিন্টু, কাউন্সিলর শেখ হাশেম আলী পাঠান, কাজী আতিয়ার রহমান, সোহাগ খাঁন, নজরুল ইসলাম, সংরতি মহিলা কাউন্সিলর নাছিমা খাতুন লাভলী, জামেলা খাতুন, নুরজাহান খাতুন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মেয়র বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন। বাজেট অধিবেশন পরিচালনা করেন ষষ্ঠি চরন রায় চৌধুরী।