কেশবপুরে নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

0
384

এহসানুল হোসেন তাইফুর : কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত এক বালু উত্তোলনকারীকে জরিমানা করেছেন। হরিহর নদ থেকে মেশিন দ্বারা অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বড় পাথরা এলাকায় হরহির নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘাঘা গ্রামের হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় নদ থেকে বালু উত্তোলনের মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি উঠিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বলেন, হরিহর নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here