দশমিনায় আলীপুর ইউপি চেয়ারম্যান বরখাস্তের ঘটনায় এলাকাবাসীর মিষ্টি বিতরণ

0
328

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : অবশেষে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা ফয়সাল আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়। গত রোববার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চেীধুরী স্বাক্ষরিত চিঠিটি দশমিনায় পৌছেছে। তার বরখাস্তের খবরে এলাকাবাসী মিষ্টি বিতরন করে উল্লাস প্রকাশ করেন। চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা ফয়সাল আহমেদ এর বিরুদ্ধে ভিজিডির চাল বিতরন না করে ভূয়া সই স্বাক্ষর গ্রহন, উপকারভোগীদের ভিজিডি কার্ড অসৎ উদ্দেশ্য নিজের কাছে জমা রাখা, ট্যাগ অফিসারকে চাল বিতরনের দিনক্ষন অবহিত না করা, উপকারভোগীদের সাথে অসৎ আচরন এবং স্থানীয় ইউপি সদস্যদের সম্পৃক্ত না করে চাল বিতরন করার ঘটনা প্রমানিত হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এলাকাবাসী এই চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের ঘটনায় একাধিকবার বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here