দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের আলহাজ¦ মোসলেম উদ্দিন মাস্টার (৭০) নামে একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের মৃত্যু হয়। উপজেলায় এই প্রথম কোন করোনা রোগীর মৃত্যু হল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান জানান,আলহাজ¦ মোসলেম উদ্দিন মাস্টার গত ২৯ জুন রাত আনুমানিক ৩ ঘটিকার সময় শ^াসকস্ট জনিত কারনে অত্র হাসপাতালে ভর্তি হন এবং সকাল আনুমানিক ৭.৩০ মিনিটে তিনি মারা যান। তার নমুনা ৩/৪দিন আগেই পাঠানো হয়ে ছিল। ৩০ জুন রাত আনুমানিক ৮.৩০ মিঃ এর সময় রিপোর্ট আসে । তাতে মৃত্যু আলহাজ¦ মোসলেম উদ্দিন মাস্টারের করোনা রিপোর্ট পজেটিভ ছিল এবং তিনি ভাইরাসে আক্রান্ত ছিলেন।