কামরুজ্জামান লিটন ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির উদ্দোগে ভার্চুয়াল আদালত বন্ধ করে নিয়মিত আদালত পরিচালনার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।
বুধবার ০১-০৭-২০২০ তারিখ বেলা ১১টার সময় ঝিনাইদহ আদালত চত্বরে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা এই মানব বন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
এসময় আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সাবেক জিপি সুবীর কুমার সমাদ্দার এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিন্টু। উপস্থিত এ্যাডঃ শামসুজ্জামান লাকি, এ্যাডঃ মনিরুল ইসলাম মিল্টন সহ অনেকে বক্তারা অবিলম্বে ভার্চুয়াল কোর্ট বন্ধ করে নিয়মিত আদালত চালুর জন্য প্রধান বিচারপতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।