মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় সমাহিত হলেন জনপ্রিয় নেতা আব্দুল হামিদ সরদার

0
345

শেখ জিল্লু, কলারোয়া প্রতিনিধি : হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় সমাহিত হলেন জনপ্রিয় ব্যক্তিত্ব কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ সরদার (৬৭)। বুধবার সকাল ৯টায় কাজীরহাট হাইস্কুল ময়দানে জানাযা নামাজ শেষে নাকিলা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় কলারোয়ার সামাজিক সংগঠন সেবা’র তত্ত্বাবধানে মুফতি মতিউর রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদলের সদস্যরা দাফনের সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযা নামাজে অংশগ্রহণ করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল গীয়াস, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কেন্দ্রীয় সৈনিকলীগের সাধারন সম্পাদক মরহুমের ভাতিজা সরদার মুজিব, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, কেন্দ্রীয় আ’লীগের মানব সম্পদ উপ-কমিটির নেতা মরহুমের স্বজন এসএম আমজাদ হোসেন, প্রয়াত’র ভাতিজা উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র(ভারপ্রাপ্ত) প্রধান শিক মনিরুজ্জামান বুলবুল, বিআরডিবি চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, মাহাবুবর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, সামছুদ্দীন আল মাসুদ বাবু, রবিউল হাসান, আসলামুল আলম আসলাম, এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, শেখ ইমরান হোসেন, আবুল কালাম, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, জাহাঙ্গীর আলম লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, ইউপি সদস্যগণ ও বিভিন্ন শ্রেণি ও পেশার মুসল্লীগণ। জানাযা নামাজ পরিচালনা করেন কাজীরহাট হাইস্কুলের সহকারি প্রধান শিক মাওলানা শরিফুল ইসলাম। জানাযাপূর্ব আলোচনায় মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বক্তাগণ। আগামী শুক্রবার মসজিদে মসজিদে জুম্মা নামাজ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জনপ্রিয় নেতা আলহাজ্ব আব্দুল হামিদ সরদার মঙ্গলবার (৩০জুন) বেলা ২টা ১৫ মিনিটের দিকে দুরারোগ্য রোগে আক্রান্তসহ শরীরে করোনা উপসর্গ নিয়ে ঢাকার একটি বেসরকারি কিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here