হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের রাজগঞ্জ এলাকায় বিদ্যুতস্পৃষ্টে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মিস্ত্রি আব্দুর রাজ্জাক (৫৫) রাজগঞ্জ এলাকার এনায়েতপুর গ্রামের মৃত জবেদ আলী বিশ্বাসের ছেলে। সে পেশায় ঘরের চাল মিস্ত্রি।
স্থানীয়রা জানান- মঙ্গলবার রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত মোসলেম দফাদারের ছেলে মতিয়ার দর্জির বাড়ির ঘরের চাল সংস্কারের কাজ করছিলেন মিস্ত্রি রাজ্জাক। এসময় দুপুর ১টার দিকে অসাবধান বশত ঘরের মধ্যে সংযুক্ত বিদ্যুতের তারে (ক্যাবল) জড়িয়ে গেলে ওই মিস্ত্রি রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাহাবুল আলম দুপুরে ঘটনাস্থলে যান এবং এমৃত্যুর বিষয় নিশ্চিত করেন।