সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের সংস্কার কাজে অভিযোগের শেষ নেই

0
345

দেবহাটা,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা টু কালিগঞ্জ রুটের প্রধান সড়কের বিভিন্ন স্থানে নতুন করে পিচের পুটিং দেওয়া হচ্ছে। সরজমিনে দেখা যায় পিচের পাথর দেওয়ার পূর্বে, যে আলকাতরা দেওয়া হয়, এটি রাস্তা পরিষ্কার না করে দেওয়া হচ্ছে এবং তাড়াহুড়া করে পিচ দিয়েই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে বলে বিভিন্ন অভিযোগ উঠেছে। শ্রমিকদেরকে রাস্তা পরিষ্কার করে এর পর পিচ দেওয়ার কথা বলা হয়। এর পরও আলকাতরার ওপরে ময়লা আবর্জনা না পরিষ্কার করে পিচ দিয়ে রুলার দেয়ার বিভিন্ন অভিযোগ উঠেছে। গতকাল সকালে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ানের কদবেল তলা মোড়েও জলিল হ্যাচারির মোড়স্ত এখানে পিচ দেওয়ার সময় দেখা যায়। তাই সচেতন মহলের পক্ষে সরকার কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here