হরিণাকুণ্ডুতে ভিন্ন গ্রাম থেকে গাজার গাছ ও ৫০ গ্রাম গাজা সহ দুই মাদক সেবী আটক

0
460
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশ মঙ্গলবার রাতে ভাবানীপূর ও ফলসী গ্রাম থেকে ২টি গাজার গাছ ও ৫০গ্রাম গাজা সহ দুই মাদকসেবীকে গ্রেফতার করে পরদিন সকালে তাদের কোর্ট হাজতে প্রেরণ করেছে ।
থানা পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নির্দেশে রাত আনুমানিক  ১০টায় এসআই বিস্বজিৎ পাল , এসআই আঃ রাজ্জাক ও এএসআই সোহোল রানা উপজেলার ফলসী গ্রাম থেকে মৃত আফসার আলী সর্দ্দারের ছেলে সানোয়ার হোসেন (৪৯) কে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য মতে তার বসত ঘরের পিছনে লাগনো ২টি গাজার গাছ উদ্ধার করে ।
একই রাতে আনুমানিক ৮টায় ভবানীপূর পুলিশ ক্যাম্পের আইসি  এসআই রফিকুল ইসলাম  ভবানীপূর গ্রামের দূর্গা মন্দীরের পার্শ থেকে বিদ্যুৎ সহার মাদকসেবী পুত্র দীপ সাহা(২০) কে  ৫০ গ্রাম গাজা সহ গ্রেফতার করে ।  এ ব্যপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here