চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় বিদ্যুৎ স্পর্শে দুখু মিয়া (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের মৃত সৈয়দ মোল্লার ছেলে। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুত স্পর্শে মারা যান। সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে দুখু মিয়া নিজ বাড়িতে বিদ্যুত চালিত মোটর মেরামত করছিলেন। এ সময় অসাবধনতা বশত বিদ্যুত স্পর্শে মারাত্মক আহত হয়। দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তৌহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বাদ মাগরিব নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়।