ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সামনে স্পীড ব্রেকারে সড়ক দূর্ঘটনায় নিহত ১ 

0
364
এসএমরবি ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারের অদুরে  অবস্থিত ভেটেরিনারি কলেজের সামনে শুক্রবার ভোর ৬ টার দিকে গতিরোধকেরের উপর আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়ে চালক রইচ উদ্দিন (৪০) ঘটনাস্থলেই নিহত হন।
পরে নিহতহের লাশ প্রশাসন উদ্ধার করে মর্গে পাঠায়।নিহত রইচ হরিণাকুন্ডু উপজেলার সে শাখারীদহ বাজারের আফতাব বিশ্বাসের ছেলে।
সরেজমিনে দেখা গেছে,ভেটেরিনারি কলেজের সামনে কাছা কাছি দুইটি গতিরোধক বসানো হয়েছে।কিন্তূ এই গতিরোধকের উপর সাদা রং দিয়ে সংকেতিক চিহ্ন দেওয়া নেই। যার কারনে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ।
এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ রাস্তায় অপরিকল্পিত ভাবে একই স্থানে দুটি স্পীড ব্রেকারের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। এলাকাবাসী  এই গতিরোধক মরণফাঁদের দ্রুত অপসারনের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here