ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২ কেজি স্বর্ণ ছিনতাই ॥ এলাকায় টান টান উত্তেজনা

0
242

সাতক্ষীরা ব্যুরো প্রধান : ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২ কেজি স্বর্ণ ছিনতাই করে নিয়েছে এক মহিলা, তার স্বামী ও ভাসুর। ১২ জুন এ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত ছিনতাই হওয়ায় উদ্ধার হয় নি। ছিনতাই কৃত স্বর্ণের মূল্যে ১ কোটি ২০ লক্ষ টাকা। আইন প্রয়োগকারী সংস্থা উদ্ধারের নামে বাণিজ্যে নেমেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
স্বর্ণের মালিক মহিলা কে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। এলাকায় জানাজানি হলে মহিলাকে ছেড়ে দিয়ে নিজে আত্মগোপন করেছেন। ভোমরার লহ্মীদাড়ী গ্রামের মৃত করিমের ছেলে জহুরুল ইসলাম ২ কেজি স্বর্ণ নিয়ে ভারতে যাচ্ছিল। লহ্মীদাড়ী সীমান্ত ভেড়িতে উঠলে লহ্মীদাড়ী গ্রামের মোহর আলীর পুত্র আনার তার ভাই রহিম ও আনারের স্ত্রী মোসলেমা খাতুন স্বর্ণসহ জহুরুল কে ধরে সমস্ত স্বর্ণ কেড়ে নিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। জহুরুল পরদিন মোসলেমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে স্বর্ণের কথা। মোসলেমা আটকের কথা জানাজানি হলে তাকে ছেড়ে দিয়ে জহুরুল আত্মগোপন করে। ঘটনা এলাকায় জানাজানি চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসী ও কয়েকজন রাজনৈতিক নেতা জানান, এলাকায় জানাজানির পর বিভিন্ন সংস্থার লোকেরা জহুরুলকে খুজছে। ছিনতাইকৃত স্বর্ণ উদ্ধারের চেষ্টা করে না। একটি নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে, আনারের জামাইয়ের বাড়ী পদ্ম শাখরা গ্রামে। ছিনতাইকৃত স্বর্ণ জামাইয়ের বাড়িতে রেখে এসেছে আনার বলে সূত্রটি জানিয়েছে। ভোমরা সামীন্ত দিয়ে প্রতিনিয়ত স্বর্ণ, হুন্ডি, মাদক পাচারের সংবাদ ধারাবাহিক দৈনিক যশোর পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আগামীতে ছিনতাই হওয়া স্বর্ণের সাথে কারা জড়িত স্বর্ণপাচারাকারীদের তালিকাসহ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here