করোনা টেস্ট ফি বাতিলসহ বিভিন্ন দাবিতে মাগুরায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন

0
317

মাগুরা প্রতিনিধি ॥ করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি, সীমান্ত হত্যাকান্ড বন্ধের দাবিতে গতকাল শনিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি আব্দুর রহমান আল মাহফুজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অন্যরা।
বক্তারা বর্তমান পরিস্থিতিতে করোনা টেস্টের ফি নির্ধারণ করায় অধিকাংশ মানুষ পরীক্ষার বাইরে থেকে যাবে। যা করোন পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলবে। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে। এছাড়া সীমান্ত হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,ভারত আমাদের বন্ধু রাষ্ট্র দাবি করলেও তারা সীমান্তে অব্যাহতভাবে মানুষ হত্যা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here