চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছার পত্রিকা পরিবেশক হতদরিদ্র শফিকুল ইসলাম শফি (৬০) ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাঁর চিকিৎসার্থে সাংবাদিক নেতৃবৃন্দ একটি তহবিল গঠন করেন। শনিবার দুপুরে প্রেসকাব ও রিপোর্টার্স কাবের সমন্বয়ে গঠিত তহবিলের প্রথম পর্যায়ের ১০ হাজার ৩’শ টাকা সাংবাদিক নেতৃবৃন্দ হুদাফতেপুর গ্রামে তাঁর বাড়ীতে যেয়ে অসুস্থ্য শফিকুল ইসলামের হাতে তুলে দেন। চিরচেনা সাংবাদিকদের উপস্থিতিতে এ সময় শফিকুল ইসলাম শফি ও তাঁর পরিবার আবেগআপ্লুত হয়ে পড়েন। তাদের কান্নায় সাংবাদিকগণ চোখের পানি সংবরণ করতে পারেননি।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসকাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স কাবের সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজিল আইজ উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক খালেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম শামীম আল মামুন শাহীন, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম রেজা, প্রবীণ সাংবাদিক রেজাউল ইসলাম, সাংবাদিক এম হাসান মাহমুদ, কবিরুল ইসলাম, সুজন দেওয়ান, রেজাউল করিম সাগর, আব্দুস সালাম, জাফর ইকবাল রিপন প্রমূখ। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ অসুস্থ্য শফির সার্বিক খোঁজখবর নেন। এছাড়া ছেলে আরিফুজ্জামানের লেখাপড়ার সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য হুদাফতেপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম শফি (৬০)। নব্বই দশকে তিনি দৈনিক তথ্য পত্রিকায় সাংবাদিক হিসাবে উপজেলা প্রতিনিধি হিসাবে যোগদান করেন। পরবর্তীতে তিনি দৈনিক রানারে কাজ করেন। কিন্তু অভাব দারিদ্রতার কারনে উপজেলর প্রধান পত্রিকার পরিবেশক মরহুম মাওঃ সাইদুল ইসলামের নিকট তিনি পত্রিকা পরিবেশকের কাজে যোগদান করেন। তারপর থেকে অসুস্থ্যহ হওয়ার আগ পর্যন্ত তিনি এই পেশায় যুক্ত ছিলেন। স্ত্রী নাছিমা বেগম জানান, দেড়মাস আগে তিনি এক আত্মীর বাড়ীতে হঠাৎ ব্রেনস্টোক করে অসুস্থ্য হয়ে পড়েন। তাঁর বাম পাশের হাত-পা প্যারালাইজসড হয়ে গেছে। বর্তমানে তিনি অসহায়ভাবে দিনাতিপাত করছেন।