মহেশপুর এক রাস্তা দু”বার উদ্বোধন 

0
235
আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের দত্তনগর জিন্নানগর সামন্তা ও যাদবপুর সড়ক নির্মাণকাজের দু”বার উদ্বোধন করলেন দু”জন আওয়ামী লীগ সরকার দলীয় সংসদ সদস্য। করোনা মহামারীর আগে 06-04-2018 তারিখ রাস্তাটির শুভ উদ্বোধন করেন ওই সময়ের আওয়ামী লীগ সরকার দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ।
আজ 04-07-2020 তারিখ করোনা মহামারীর মধ্যে রাস্তাটির উদ্বোধন করলেন আওয়ামী লীগ সরকার দলীয় বর্তমান সংসদ সদস্য এড:শফিকুল আজম খান চঞ্চল । অসংখ্য মানুষের উপস্থিতি ছিল পৃথক দু”টি উদ্বোধনী অনুষ্ঠানেই । করোনা ভাইরাস উপেক্ষা করে শত শত মানুষের উপস্থিতি জানান দেয় সড়কটি ওই এলাকার মানুষের কত প্রয়োজন । তবে করোনা মহামারীর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে স্বাস্থ্য বিধি সম্পর্কে প্রশ্ন তুলেছেন অনেকেই
এলাকার মানুষের কথা ভেবে সড়কটিকে গুরুত্ব দেওয়ার জন্য দু”জন সরকার দলীয় সংসদ সদস্যকেই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন,,,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here