নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতি সজীব বিশ্বাসের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “মুজিব বর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান”
বাংলাদেশ ছাত্রলীগ এর ৩ মাস ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি,এরই ধারাবাহিকতাই নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সহ- সভাপতি মোঃসজীব বিশ্বাসের নেতৃত্বে মাইজ পাড়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মীদের নিয়ে বৃক্ষ রোপন করা হয়। সকাল ১১ ঘটিকার সময় মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন যায়গায় বিভিন্ন জাতের চারা রোপন করে ছাত্রলীগ নেতা কর্মিরা। এসময় মোঃসজীব বিশ্বাস এ প্রতিবেদক কে জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও নড়াইল জেলা ছাত্রলীগের আয়োজনে এ বৃক্ষরোপন করি,আমাদের এ বৃক্ষরোপন কর্মসুচি অব্যহত থাকবে বলেও জানান। এসময় মাইজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মি উপস্থিত ছিলেন।