যশোর ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের ওপেনিংয়ে অন্যতম সফল জুটি শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির। ৩৪০ বার এই দুই কিংবদন্তি একসাথে উদ্বোধন করেছেন ভারতীয় দলের ইনিংস। দু’জনে মিলে রান করেছেন ৬৬০৯। কিন্তু, বেশিরভাগ সময়ই সর্বপ্রথম স্ট্রাইকিং প্রান্তে দাঁড়াতে হতো সৌরভকে। স্ট্রাইকিং না করার জন্য সৌরভকে দুই ধরনের অজুহাত দিতেন শচীন। যেকোনো পরিস্থিতি সৌরভকে স্ট্রাইকিং প্রান্তে ঠেলে পাঠাতে চাইতেন ভারতের ব্যাটিং ঈশ্বর। মাঝে মধ্যে পাশ কাটিয়ে আগে গিয়ে নন-স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে পড়তেন সৌরভ। টিভিতে খেলা দেখানোয় তখন আর শচীনের কিছু করার থাকতো না। এই নিয়ে স¤প্রতি কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি। মায়াঙ্ক আগারওয়ালের সাথে এক লাইভ আড্ডায় জানান মজাদার এমন তথ্য। সৌরভ বলেন, ‘ শচীন সবসময় সে আমাকে জোর করতো প্রথম বল খেলতে! মাঝেমধ্যে আমি তাকে বলতাম, আমি তো সবসময় খেলি, প্রথম বল খেলা উচিত তোমারও। তাঁর সবসময় দুটি উত্তর তৈরি থাকতো।’
প্রথমত ফর্ম যখন ভালো থাকলে তখন নন-স্ট্রাইকে খেলা চালিয়ে যাওয়া উচিত। আর ফর্ম ভালো না থাকলে বলত, নন-স্ট্রাইকেই থাকা উচিত এতে চাপটা কম পড়ে। ফর্ম ভালো কিংবা খারাপ, দুই উত্তর তৈরি থাকতো।’ যোগ করেন সৌরভ। কিংবদন্তি এই অধিনায়ক আরও বলেন, ‘মাঝেমধ্যে কখনও যদি তাঁকে পাশ কাটিয়ে আগেই নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকলেই কেবল সম্ভব ছিল। কারণ তখন টিভির স¤প্রচার শুরু হয়ে যায়, তাই স্ট্রাইক নিতে বাধ্য হত শচীন। এমন ঘটনা একবার বা দুইবার হয়েছে মাত্র।