মাগুরার পল্লীতে আধিপত্য বিস্তারে প্রতিপদের ২০টি বাড়ী ভাংচুর ও লুটপাট, অতিরিক্ত পুলিশ মোতায়েন

0
281

শালিখা (মাগুরা) প্রতিনিধি ঃ মাগুরার বেরইল-পলিতা গ্রামের শিকদার পাড়ায় সামাজিক আধিপত্য বিস্তারনিয়ে হামলা করে প্রতিপদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ ফাতুয়ার রহমানের বাড়ী সহ অন্তত ২০টি বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপরা। আজ রবিবার খুব ভোরে অতর্কিত হামলার সময় শত্রুজিতপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ বিসারুল ইসলাম ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর মাগুরার এডিশনাল এসপি আহসান হাবিব, ওসি মোঃ জয়নুল আবেদীন, ওসি অপারেশন মোঃ আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করেন।জানাযায় এলাকার বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মহব্বত হোসেন, প্যানেল চেয়ারম্যান ফাতুয়ার রহমান গ্রুপ এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনামুল হক রাজা,সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা রাজা গাজীর গ্রুপের মধ্যে চলছে সামাজিকতার লড়াই ও মারামারি। এর ধারাবাহিকতায় রাজা গ্রুপের লোকজন গত শনিবার সন্ধায় চেয়ারম্যান গ্রুপের লোকজনের উপর হামলা চালিয়ে দুই জনকে আহত করে। এবং পরদিন সকালে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটায়। সরেজমিনে গেলে ঘটনার বস্তবতা পাওয়া যায়। এ সময় প্যানেল চেয়ারম্যান ফাতুয়ার রহমান, কবির শেখ, মস্তফা সহ আনেকে বলেন এনামুল হক রাজা ও গাজী রাজার নেতৃত্বে মুস্তাক গাজী, বাদশা গাজী, নাজির গাজী, মনির শেখ সহ শতাধীক লোকজন দেশীয় অস্ত্রনিয়ে হামলা চালিয়ে, তানজির খান,ওহিদ খান, গোলাম রব্বানী, হোসেন শেখ, গোলাম রসুল,কবির শেখ,হায়দার শেখ, মুস্তাক,নুরুল শেখ, শাহাদত শেখ ও ফাতুয়ার রহমানের বাড়ী সহ অন্তত ২০টি বাড়ি ও দোকান ভাংচুর করে। এ সময় তারা নগদ টাকা ও মালামাল লুট করে। হামলায় আহত মোঃনুরুল ইসলাম, মশিয়ার শেখ, ইকলাজ শেখ,শাহিনা বেগম হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে ফাঁড়ি ইনচার্জ বিসারুল ইসলাম বলেন, হামলা চলাকালিন সঙ্গিয় ফোর্সনিয়ে কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে এডিশনাল এসপি স্যার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here