স্টাফ রিপোর্টার : করোনার লণ শনাক্তকারী রোবট আবিস্কার করলো যশোরের ছেলে শেখ নাঈম হাসান মুন। রোবটটির নামকরণ করা হয়েছে ‘খোকা’।
যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন ৩০ জুন’ রোবটটি দেখার জন্য ছুঁটে যান বিজ্ঞানী নাঈম হাসান মুনের যশোর উপশহরের বাড়িতে । তিনি রোবট দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় মুনের টিমের অন্যতম সদস্য সাদ্বীপ শাহাদাত দ্বীপ ও নাঈমুল ইসলাম সাদ উপস্থিত ছিল। ফেসবুক বন্ধুদের কাছে মুনের টিমের সাফল্যের জন্য দোয়া চেয়েছেন মুনের বাবা সিনিয়র সাংবাদিক রাজেক জাহাঙ্গীর। এরআগেও নাঈম হাসান মুন ড্রোনসহ বেশকিছু আবিস্কার করে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে।