রাজগঞ্জে পিকআপের ধাক্কায় ভ্যান চালক নিহত

0
206

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : রাজগঞ্জ এলাকায় মাছবাহী পিকআপের ধাক্কায় গোপাল পাল (৪২) নামের এক ভ্যান চালকের নিহত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে রাজগঞ্জ-কেশবপুর সড়কের হাজরাকাঠি-বেলতলা নামক স্থানে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা পিকআপসহ চালক হাবিবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত গোপাল পাল সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দেঁয়াড়া গ্রামের মৃত কার্ত্তিক পালের ছেলে। আর আটক পিকআপর চালক হাবিবুর রহমান একই উপজেলার বুইতা গ্রামের আরশাফ আলী মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল সাতটার দিকে মোটরচালিত ভ্যানে চাল বোঝাই করে বেলতলা বাজারে আসছিলেন গোপাল পাল। এ সময় কেশবপুরের দিক থেকে আসা যশোরগামী মাছবোঝাই একটি পিকআপ (যশোর-ন-১১-০৯৩০) ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গোপাল পালের। পরে তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিলে চিকিৎসক গোপাল পালকে মৃত ঘোষণা করেন।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন, কেশবপুর হাসপাতাল থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালকসহ পিকআপটি আমাদের হেফাজতে আছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here