লকডাউনে অয় কুমারের হেলিকপ্টার ভ্রমণ নিয়ে জোর বিতর্ক

0
442

যশোর ডেস্ক : লকডাউন উপো করে বলিউড নায়ক কীভাবে নাসিকে গেলেন, তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রে মন্ত্রী ছগন ভুজবল।
জি নিউজ জানায়, ২ জুলাই ব্যক্তিগত চপার নিয়ে মুম্বাই থেকে নাসিকে যান অয়। বিশেষ অনুমতি নিয়েই এই যাত্রা। কিন্তু ওই ঘটনা প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে জোর বিতর্ক।
লকডাউনের মধ্যে অয় কুমার কীভাবে বিশেষ অনুমতি নিয়ে নাসিকে গেলেন— তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের ওই মন্ত্রী।
শোনা যাচ্ছে, চিকিৎসকের সঙ্গে দেখা করতেই নাসিকে যান ‘কেশরি’ নায়ক।
এ বিষয়ে ছগন ভুজবল জানান, অয়ের নাসিক সফরের বিষয়টি সংবাদমাধ্যমের কাছ থেকে জেনেছেন। অভিনেতা কখন নাসিকে গেলেন আর কখন ফিরলেন, সে বিষয়ে কিছুই জানা ছিল না তার। তাই বিষয়টি জানার পর এবার খতিয়ে দেখবেন বলে জানান।
পাশাপাশি, অয় কুমারকে কীভাবে অনুমতি দেওয়া হল, তা খতিয়ে দেখা হবে। সেখানে কোনো অসঙ্গতি চোখে পড়লে, সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও চড়া সুরে জানানা। সূত্র: জি নিউজ, সময় নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here