সুমন মালাকার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : জমিজমা নিয়ে গোলযোগে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন সাজ্জাদ মন্ডল। সোমবার বিকালে এ ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের দুতিয়ার কুঠি গ্রামে। বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী আব্দুর রশিদ মন্ডল জানান, গেল দুই বছর আগে আমার ছোট ভাই আতিয়ার রহমানের কাছ থেকে জমি ক্রয় করেন প্রতিপক্ষরা। দীর্ঘদিন পর এসে তারা ওই জমি নিয়ে বিবাদ সৃষ্টি করছেন। গত সোমবার জমি মাপার কাজ চলছিল। এ সময় প্রতিপক্ষরা কোন কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর দা-লাঠি নিয়ে চড়াও হয় এবং মারতে শুরু করেন। এতে করে আমার ছোট ভাই সাজ্জাদ গুরুতর আহত হন। আমিও আহত হয়েছি। আমি প্রাথমিক চিকিৎসায় সুস্থ্য হঔের আমার ভাই কোটচাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা বেশি ভাল না বলে জানিয়েছেন ডাক্তার। প্রতিপক্ষ হামলা কারীরা হলো-শহিদুল ইসলাম, শুকুর আলী ও তাদের ভাইপো সাহাবুদ্দিন। এ ব্যাপারে থানায় মামলা করার প্র¯ু‘তি চলছে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, না এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইননুগত ব্যবস্থা নেয়া হবে।