ঝিকরগাছায় সবজি-পুষ্টিবাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

0
380

মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার ॥ কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে, চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বাজায় রাখার মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছায় সবজি-পুষ্টিবাগান স্থাপনের লক্ষ্যে ৩৫২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণের মধ্যে বিভিন্ন শাক সবজির বীজ, সাইন বোর্ড দেওয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ট্রেনিং রুমে মঙ্গলবার দুপুরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার’র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ’র স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহবুব আলম রনি। ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১/২০২০-২১ মৌসুমের আওতায় কৃষকেরা তাদের নিজ বাড়ির পাশে থাকা এক শতক জমির চারিপাশে বেড়া দিয়ে ঘিরে ৫টি স্তরে বেড তৈরি করতে হবে। যার প্রতিটির লম্বা ৫মিটার, আড়ে ৮০ সেন্টিমিটার এবং প্রতিটি স্তরের মাঝে ২৫ সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে। এই পদ্ধতি অলম্বনের মাধ্যমে কৃষকেরা সারাবছর সবজি চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আয় বৃদ্ধি করতে পারবে। মহামারি মোকাবেলায় বসতবাড়ি ও মাঠে প্রকল্পিত লাগসই উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষকের কাজের পরিচর্যার জন্য প্রতিটি কৃষকের মোবাইলের বিকাশ এ্যাকউন্ডের মাধ্যমে ১ হাজার ৯শত ৩৫টাকা দেওয়া হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here