জুবায়ের মাহমুদ আটুুুুলিয়া ( শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে খোলপেটুয়া নদী থেকে অবৈধ জাল আটক করা হয়েছে।
নৌ পুলিশ সূত্রে প্রকাশ, শনিবার দুপুরে পুলিশ পরিদর্শক খান শরিফুল ইসলাম ও এসআই মোখলেছুর সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনাকালে পারশেমারী এলাকায় খোলপেটুয়া নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ হাজার বর্গ মিটার অবৈধ জাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত জালের মূল্য আনুমানিক ১ লক্ষ ৫ হাজার টাকা।
জানা যায়, উদ্ধারকৃত অবৈধ জাল নৌ থানায় এনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শক্রমে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।