হাইকোর্টের আদেশে দীর্ঘ ৭মাস পর বেতন ভাতা পেল সরকারি মাহতাব উদ্দিন কলেজের শিক কর্মচারীরা

0
347

স্টাফ রির্পোটার কালীগঞ্জ(ঝিনাইদহ) ঃ দীর্ঘদিন সাত মাস পর ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারী মাহতাব উদ্দিন কলেজের শিক কর্মচারীরা বেতন ভাতা পাওয়াই স্বস্তি। মঙ্গলবার সকালে রুপালী ব্যাংক কালীগঞ্জ শাখা থেকে তাদেরকে বেতন,ভাতা উত্তোলন করতে দেখা গেছে। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত-অধ্য আব্দুল মজিদ মন্ডল বলেন,দীর্ঘদিন ধরে মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজে সাময়িক বরখাস্থকৃত অধ্য মোঃ মাহবুবুর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মহামান্য হাইকোর্টের রীটপিটিশন ১০৩২/২০১৬ এর রায়ের সার্টিফাইড কপি পাওয়ার আগেই উকিল কপি দেখে রায়ের অপব্যাখ্যা করে গত ৬ মে ২০১৯ তারিখে যে পূর্নবহাল দিয়েছিল। গত ২৬ নভেম্বর ২০১৯ তারিখে হাইকোর্ট রীটপিটিশন ১২২৬১/২০১৯ উক্ত পুনবহাল ষ্টে করা সত্বেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা অধিদপ্তর বরখাস্তকৃত অধ্য মাহবুবুর রহমানের স্বারে বেতন ভাতা প্রদানের জন্য ম্যানেজার রুপালী ব্যাংক কালীগঞ্জ শাখাকে গত ২৭ নভেম্বর ২০১৯ তারিখে পত্র দেয় কিন্তু অধ্য মোঃ মাহবুবুর রহমান বেতন ভাতা উত্তোলন না করায় কলেজের শিক কর্মচারীগন দীর্ঘ ৭ মাস মানবেতন জীবন যাপন করেন ফলে হাইকোর্ট পিটিশন ২৩৭/২০২০ এর ফলে গত ২৯ জুন ২০২০ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ২৭ নভেম্বর ২০১৯ তারিখের পত্র স্থগিত করেন। রুপালী ব্যাংক কালীগঞ্জ শাখা থেকে শিক,কর্মচারীরা বেতন উত্তোলন করতে পারছেন। এ ব্যাপারে কালীগঞ্জ কালীগঞ্জ সরকারী এম ইউ কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ মজিদ ম-ল বলেন, বরখাস্থকৃত অধ্যক্ষ মাহবুবার রহমান জোরকরে ক্ষমতার দাপটে সাত মাস শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বন্ধ করে রেখেছিলেন। আজ বেতন পেয়ে শিক্ষক কর্মচারীরা স্বস্তি পেয়েছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here