নড়াইলের লোহাগাড়া পৌরবাসী ১৪ দিনের আইসোলেশনে

0
381
নড়াইল জেলা প্রতিনিধিঃ  রেড জোনের আওতাভূক্ত নড়াইলের লোহাগড়া পৌরবাসীকে বুধবার থেকে ১৪ দিনের আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা অনলাইনে সংযুক্ত হন।  ওই সভায় সিদ্ধান্ত হয়েছিল, ৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত মোট ১৪ দিন নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় ওষুধ ও সার-কীটনাশক দোকান ছাড়া অন্যসব দোকানপাট, হাট-বাজার বন্ধ থাকবে। তবে আগামী ১১, ১৪ ও ১৭ জুলাই সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত মুদি দোকান খোলা থাকবে। এ সময় পৌর এলাকার মধ্যে কোনো ভ্যান, ইজিবাইক, থ্রি-হুইলার চলবে। নাকরোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে মঙ্গলবার সকাল থেকে শহরে মাইকিং করা হচ্ছে এবিষয়ে জনগণকে অবহিত করতে।
উল্লিখিত সময়কালে নড়াইলের লোহাগড়া পৌরবাসীকে আইসোলেশনে থাকতে হবে। এ সংক্রান্ত গঠিত কমিটি সমগ্র বিষয়টি দেখভাল করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here