কলারোয়ায় একই বাড়ির ৪ জনসহ নতুন করে করোনা পজিটিভ শনাক্ত ৭

0
260

এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় একই বাড়ির ৪ জনসহ নতুন করে ৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ৩ দিনের ব্যবধানে কলারোয়ায় করোনা শনাক্ত হলেন ১৯ জন। বৃহস্পতিবার পর্যন্ত উপজেলায় ৪২ জন করোনা পজিটিভ শনাক্ত হলেন। তবে এদের মধ্যে ১১ সুস্থ হওয়ায় বর্তমানে উপজেলায় করোনা আক্রান্ত রইলেন ৩১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান। বৃহস্পতিবার শনাক্ত হওয়া একই বাড়ির ৪ জন বসবাস করেন কলারোয়া সরকারি কলেজের পাশে ইয়াছিন মুহুরীর বাড়িতে। এরা হলেন: মৃত বিষু সরদারের ছেলে খোরশেদ আলি (৬৫), হযরত আলির ছেলে আজগার আলি(৫৩), রাবেয়া খাতুন(৪৫) ও ফাতেমা খাতুন(২৮)। রাবেয়া ও ফাতিমার কেয়ার অফ দেখানো হয়েছে যথাক্রমে আজগার আলি ও আকতারুজ্জামানের নাম। এছাড়া একই দিনে শনাক্ত হওয়া অপর ৩ জন হলেন: উপজেলার খোরদো গ্রামের রবিউল ইসলামের ছেলে শুভ (১৬), ধানঘরা গ্রামের আবুল হোসেনের ছেলে আলমগীর (৩৮) ও বহুড়া গ্রামের আমির আলির ছেলে আকলাম হোসেন(৫৭)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here