অভয়নগরে করোনা রোগীর সংখ্যা ২০০ ছাড়লো

0
361

স্টাফ রিপোর্টার: দিন দিন বৃদ্ধি পাচ্ছে অভয়নগরে করোনা আক্রান্তের তালিকা। যশোরে অভয়নগর উপজেলায় আরও ১০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট শনাক্তের দল সংখ্যা দাঁড়িয়েছে ২০২।
শনিবার সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান রিজভী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার সংগ্রহ করা ২১টি নমুনা পরীার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীাগারে পাঠানো হয়। শনিবার নমুনা পরীার প্রতিবেদন আসে। প্রতিবেদনে জানা গেছে, ১০ জনের নমুনা পরীার ফল পজিটিভ।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৮ জন। মারা গেছেন চারজন। আক্রান্তের মধ্যে আটজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here