পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে দু’দফা মারপিটে উভয়পক্ষের আহত ৩

0
376

পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে দু’দফা মারপিটে উভয়পক্ষের ৩জন আহত। ২জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি উপজেলার আলমতলা ও খড়িয়া গ্রামের শুক্রবার রাতে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় মামলার প্রস্তুতি চলছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরেজমিনে তথ্যানুসন্ধান ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, খড়িয়া গ্রামে মোবাইল হ্যাক ও হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সন্ধ্যার পর খড়িয়া গ্রামের আইয়ুব আলী সানার পুত্র মামুন ও ইমরান পাইকগাছার একটি কিনিক হতে বাড়ী যাওয়ার পথে আলমতলা গ্রামে পৌছালে স্থানীয় ইমরান ও রিপনের নেতৃত্বে ৪জনের একটি গ্রুপ মামুন ও ইমরানকে গতিরোধ করে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদেরকে মারপিট করে। উক্ত মারপিটে মামুনের পা ভেঙ্গে যায় বলে মামুন জানান। তারা দু’ভাই আহত অবস্থায় বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলে খড়িয়া খালপারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রীজের পশ্চিমপাশে পৌছালে সাবেক ইউপি সদস্য বাকী বিল্লাহ’র সাথে তারা বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতিতে ইমরান আহত হয় এবং বাকী বিল্লাহ’র মাথায় মামুন দা দিয়ে কোপ মারে বলে বাকী বিল্লাহ জানিয়েছেন। এক পর্যায়ে বাকী বিল্লাহ দৌড়ে ব্রীজের পূর্বপাড়ে যেয়ে লোকজন জড়ো করার চেষ্টা করলে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রাতেই মামুন হাসপাতালে ভর্তি হয়। পরে বাকী বিল্লাহ মাথায় রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। সরেজমিনে গেলে স্থানীয় লোকজন ও বাকি বিল্লাহ’র আত্মীয়-স্বজন তার মাথা কাটার ঘটনাটি নিয়ে কোন মন্তব্য করেননি। বাকী বিল্লাহ’র স্ত্রী মোছাঃ মেরিনা সুলতানা বাদী হয়ে মামুন সানা, ইমরান সানা ও তমিজ উদ্দীন সানার নামে পাইকগাছা থানায় এজাহার দায়ের করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here