স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার সকালে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা যশোর সাতীরা সড়কের জামতলা মোড় থেকে তরিকুল ইসলাম(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে তার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্বার করেছে। আটক তরিকুল ইসলাম বেনাপোলের বালুন্ডা গ্রামের নুর হোসেনের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর উত্তম কুমার বিশ্বাস বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। #