স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩১জন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজি গোলাম মোস্তফা (৫৫) ও কর্মচারী ইকবাল হোসেন রয়েছে। শনিবার ১১ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ১৩১ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩১টি পজিটিভ। আক্রান্তকারীদের মধ্যে যশোর সদর উপজেলায় ১৮জন, অভয়নগর উপজেলায় ১০জন, চৌগাছা,কেশবপুর ও শার্শা উপজেলায় ১জন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত ১০ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত যশোর জেলায় আক্রান্তর সংখ্যা হচ্ছে ৯৬৮। মারা গেছে ১৪ জন। আক্রান্তকারীদের মধ্যে ৪৩৯জন সুস্থ্য হয়েছেন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন এ তথ্য জানিয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, গত ১০ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত যশোর জেলা থেকে নমুনা ৫৫৪১ সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টার ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হলে ৪৫৮৫ রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ৯শ’ ৫৬টি রিপোর্ট পেন্ডিং রয়েছে। অপরদিকে,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীায় যশোরসহ চার জেলার আরো ৬০ জনের নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে। যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, শুক্রবার তাদের ল্যাবে চার জেলার মোট ২৬৫টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে করোনায় পজিটিভ রেজাল্ট দিয়েছে ৬০টি। এগুলোর ফল শনিবার সকালে সংশ্লিষ্ট সিভিল সার্জন দপ্তওে পাঠানো হয়েছে।
এছাড়া, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ল্যাবে মাগুরার ৩০টি নমুনা পরীা করে ৭টিতে, সাতীরার ৭৮টি নমুনার মধ্যে ১৫টিতে এবং বাগেরহাটের ২৪টির মধ্যে ৭ টিতে করোনা ভাইরাস পজিটিভ আসে। #