শালিখায় করোনায় তিগ্রস্থ কর্মহীনদের মাঝে ত্রান বিতরণ

0
378

শালিখা (মাগুরা) প্রতিনিধি ঃ শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে, করোনা ভাইরাতে তিগ্রস্থ কর্মহীন মটর শ্রমিকদের মাঝে ত্রানের প্যাকেট বিতরণ করা হয় গতকাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজিবুল ইসলাম, আড়পাড়া খাদ্য গুদামের ওসি এলএসডি এস,এম,কারুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইলিয়াসুর রহমান প্রমুখ। এছাড়া এ পর্যন্ত ব্যক্তিগত ভাবে অসহায় মানুষের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরণ করেছেন সীমাখালীস্থ আল আমিন প্লাইউড ইন্ডাঃ লিঃ এর চেয়ারম্যান (এমডি) আলহাজ্ব নূরুল আমিন, আরকে ডোর এন্ড প্লাইউড ইন্ডাঃ লিঃ এর এমডি জুয়েল হুসাইন, হাসান ডোর এন্ড ডিজাইনের এমডি আছাদুজ্জামান, ইন্দ্রাস্থ বন্ধু ব্রিকসের শেয়ার হেল্ডার শতখালী ইউনিয়নের ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আনিচুর রহমান বিশ্বাস প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here