লোহাগড়ায় ১২শ’ পিস ইয়াবাসহ ব্যবসায়ি গ্রেফতার

0
568

লক্ষীপাশা (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার কালনাঘাট এলাকা থেকে ১২শত পিস ইয়াবা সহ ডিবি পুলিশ মনিরুল মোল্যা রাজ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার(১১ জুলাই) ভোরে তাকে গ্রেফতার করা হয়। নড়াইল ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার কুমড়ি পশ্চিমপাড়া গ্রামের রবিউল মোল্যার ছেলে মনিরুল মোল্যা রাজ কক্সবাজার থেকে ১২শত পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ প্রক্রিয়ায় পেটের ভেতরে বহন করে নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস,আই মিল্টন কুমার দেবদাস এর নেতৃত্বে একদল ডিবি দল(গোয়েন্দা পুলিশ) মনিরুল মোল্যা রাজ(৩৮)কে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পেটের মধ্য থেকে বিশেষ প্রক্রিয়ায় কালো টেপ দিয়ে প্যাচানো ২৪টি কালোজামের মত ট্যাবলেট বের করে পুলিশ। ওই কালোজামের মত ট্যাবলেটের মধ্যে ১২ শত পিস ইয়াবা ট্যাবলেট লোকানো অবস্থায় পাওয়া যায়।
নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম জানান, গ্রেফতারকৃত মনিরুল মোল্যা রাজ এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here